PC তে কানেক্টেড/আগে কানেক্ট করা হয়েছে এরকম ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করুন মাত্র 1 মিনিটেই - Trick BD 24

Breaking

AD

PC তে কানেক্টেড/আগে কানেক্ট করা হয়েছে এরকম ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করুন মাত্র 1 মিনিটেই

কেমন আছে সবাই?
আশা করি ভালোই।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার পিসিতে কানেক্টেড কিংবা আগে কানেক্ট করা হয়েছিল এমন ওয়াই-ফাই এর পাসওয়ার্ড বের করবেন।
শুরু করা যাক তাহলে।
প্রথমেই আপনার পিসি এর সার্চ অপশন এ গিয়ে cmd লিখে সার্চ করুন।

 

তারপর Command Prompt ওপেন করুন।
 তারপর টাইপ করুন wmic
তাপর টাইপ করুন quit
তাপর টাইপ করুন netsh wlan show profiles

 

তাপর টাইপ করুন netsh wlan show profiles “wifi name” key=clear
এখানে wifi name এর জায়গায় আপনি যেই ওয়াই-ফাই এর পাসওয়ার্ড বের করবেন ওটা নাম লিখুন।
  এবার দেখুন নিচে ওয়াই-ফাই এর পাসওয়ার্ড দেখাচ্ছে।


 আজকের মত এখানেই সমাপ্তি।
বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন