টপ ৫ লোকাল মাল্টিপ্লেয়ার গেমস বাই ওয়াইফাই-হটস্পট - Trick BD 24

Breaking

AD

টপ ৫ লোকাল মাল্টিপ্লেয়ার গেমস বাই ওয়াইফাই-হটস্পট

প্রথমে আছে আমার পছন্দের একটা গেম

Drive Ahead


Download Apk (119mb)

এক মোবাইলে দুইজন খেলতে পারবেন আর ওয়াইফাই-হটস্পড় দিয়ে দুই মোবাইলেও খেলতে পারবেন
গেমটার কান্ট্রলিং খুব ই সহজ।
দুইটা বাটন মাত্র পিছে আর সামনে যাওয়ার জন্য
এভাবে গাড়ি চালিয়ে প্রতিপক্ষর মাথায় গাড়ি বা গেম এর অন্য কিছু দিয়ে আঘাত করতে হবে।
নরমাল মোড আর মাল্টিপ্লেয়ার এ ৫বার প্রতিপক্ষ কে হারাতে পারলেই আপনি বিজয়ী
এছাড়া গেম এ আছে ৪টা আলাদা মোড। একবার মিশন মোডএ ডুকলে আর বের হতে ইচ্ছা করে না




২ নাম্বার

Muffing King Free


Download Apk (97mb)

এইটা আমার দেখা বেস্ট মাল্টিপ্লেয়ার গেম।
গ্রাফিক্স পুরাই মাখন
১প্লেয়ার এ একটু বোরিং লাগে
কিন্তু দুইজন খেললে গ্যারান্টি দিতে পারি মজা পাবেন ই।
যত খেলবেন ততো আপনার লেভেল বাড়বে আর ক্যারেকটার আনলক হবে
কান্ট্রল প্রথমে একটু কঠিন লাগবে
ধৈর্য রাখবেন একবার কান্ট্রলিং টা বুঝে গেলেই গেম আপনার হাতে
মাল্টিপ্লেয়ার দুইজন খেললে দুইজন এর জন্য আলাদা রঙ এর আইস্ক্রিম দিবে যার টা তার খেতে হবে। অন্যের টা খেতে পারবেন না। এই আইস্ক্রিম খেয়েই আপনার স্ট্যেজ পার করে আরেক স্ট্যেজ আনলক করতে হবে।
আপনার বন্ধু যদি মরে যায় তাহলে আপনি তার আইস্ক্রিম টা খেয়ে তাকে জীবিত করতে পারবেন আর যদি দুইজন ই মরে যান তাইলে আগের খাওয়া আইস্ক্রিম গুলো বাদ যাবে।



৩ নাম্বার

Armored car hd


Download Apk (98mb)

গ্রাফিক্স টা জোস
গেম এ ড্রাইভিং করা টা অনেক কঠিন
কিন্তু ভয় পেয়েন না এইটাতে আছে অটো ড্রাইভিং
এখন হয়তো ভাবতে পারেন অটো ড্রাইভিং থাকলে মজা কী!
মজা হলো এইটাতে শুধু ড্রাইভিং ই করা যায় না আপনার গাড়ি তে থাকবে (গুল্লি,রকেট,বুস্ট,মাইন বোম্ব)
আর আমার মনে হয় না কারো এইটার mod ডাউনলোড করতে হবে।
কারন গেম প্রতিদিন ওপেন করার জন্য রিওয়ার্ড হিসেবে (গুল্লি,রকেট,বুস্ট,মাইনবোম্ব) দিবে
আপনি গেম এর অ্যাড(ad) দেখার মাধ্যমে ডলার ইনকাম করতে পাড়বেন।
Tipsসেটিংস থেকে তারিখ চ্যাঞ্জ করে প্রতিদিন এর রিওয়ার্ড ও একসাথে নিতে পারবেন




৪নাম্বার

Shades


Download Apk (88mb)

গেম এর স্ট্যেজ গুলো নতুন করে আনলক করতে হবে না
সব আগে থেকেই আনলক করা
আর বন্দুক কিনার জন্য mod গুগোল থেকে ডাউনলোড ও করে নিতে পারেন
কান্ট্রলিং পারফেক্ট গ্রাফিক্স টা মোটামুটি।
কিন্তু লাইফ টা তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
আপনি আপনার বন্ধুর বিপক্ষে খেলতে পারবেন
এবং বন্ধুরা মিলে কম্পিউটার দের বিপক্ষে ও খেলতে পারবেন।



৫ নাম্বার

Cyber sphere


Download Apk (74mb)

কান্ট্রলিং গ্রাফিক্স দুইটাই জোস
অন্য গ্রহে আপনার স্পেস শিপ দিয়ে প্রতিপক্ষ কে গুলি করে মারতে হবে
এভাবে ৫ওয়েভ পার করার পর লেভেল শেষ হবে
কিন্তু স্ট্যেজ গুলা খুব কঠিন
গুগোল থেকে mod ডাউনলোড করে খেলাই বেটার
আমার কাছে mod টা নাই নাহলে দিতাম
ব্যাকগ্রাউন্ড মিউজিক টা সুন্দর হলে খেলা টা আরো উপভোগ করতে পারতেন




(এই টপিক নিয়ে আরেকটা পর্ব লিখার ইচ্ছা আছে দেখি পারি কিনা)