বারবার Google REcaptcha ভেরিফিকেশনে যারা পড়ছেন দেখে নিন সমাধান-Privacy Pass - Trick BD 24

Breaking

AD

বারবার Google REcaptcha ভেরিফিকেশনে যারা পড়ছেন দেখে নিন সমাধান-Privacy Pass

আমরা যারা ফ্রিলেনসিং করি তারা সহ সবাই রিক্যাপচা ভেরিফিকেশনের ঝামেলায় বেশি পড়ি,বিশেষ করে ব্রডব্যান্ড ইউসাররা।রিক্যাপচা ভেরিফিকেশনের অনেক গুলো কারন এর মধ্যে প্রধান কারন হল আপনার ইন্টারনেট কানেকশনের ip address এর সমস্যা।
আমরা যারা পিসি থেকে এই সমস্যায় পড়ি তারা একটি ব্রাউসার এক্সটেনশনের মাধ্যমে এ থেকে মুক্তি পেতে পারি যার নাম privacy pass.

কিভাবে ব্রাউসারে এড করবেনঃ

যদি chrome ব্রাউসার ব্যাবহার করেন তবে গুগল এ search দিন “privacy pass chrome”  এরপর নিচের মত পেজ আসবে,ক্লিক করুন ।
google search

add to chrome click করুন। এবার ব্রাউসার restrart করুন। আপনার ব্রাউসারে এটি চালু হবে নিচের মত আইকন আসবে,
আইকন ক্লিকে দেখা যাবে আপনার pass সংখ্যা কয়টি,get more pass থেকে pass সংখ্যা বাড়াতে পারেন।

এখন থেকে আপনার ভেরিফিকেশনের সমস্যা অনেকটাই দূর হবে ,তবে মাঝে মাঝে ভেরিফিকেশনের প্রয়োজন হত পারে।
মজিলার ক্ষেত্রে অনুরূপ ভাবে privacy pass mojila লিখে সার্চ দিন।

এবার জেনে নিন কি কারনে এই সমস্যাঃ

1/ ip problem
2/ vpn use
3/pc তে ভাইরাস থাকলে
4/non-verified ব্রাউসার এক্সটেনশন

মুক্তির অন্যান্য উপায়ঃ

1/ব্রাউসার থেকে কুকিস রিমুভ করুন
2/ব্রডব্যান্ড ইউসারগণ তাদের আইপি এড্রেস চেঞ্জ করুন সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে।
3/অপরিচিত এক্সটেনশন রিমুভ  করুন
4/পিসিতে নিয়মিত এন্টিভাইরাসের মাধ্যমে স্কেন করুন।