মাত্র এক ক্লিকে অাপনার Friend List এ থাকা সকল Disable একাউন্ট Remove করুন - Trick BD 24

Breaking

AD

মাত্র এক ক্লিকে অাপনার Friend List এ থাকা সকল Disable একাউন্ট Remove করুন

অাজকের পোষ্টে অামি দেখাবো, “কিভাবে অাপনারা এক ক্লিকে সকল ডিজেবল অাইডি গুলোকে রিমুভ করবেন”
পুরো পোষ্টটা মনোযোগ সহকারে পড়বেন তাহলে বুঝতে কোনো অসুবিদা হবেনা।
তো অার কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাওয়া যাক….
প্রথমে অাপনারা Play Store থেখে Yendex ব্রাউজারটা ডাউনলোড করে নিন। অার ফাইল Extract করার জন্য Rar, Es File Explorer, Zarchiver বা যেকোনো একটা ফাইল Extract করার অ্যাপ ডাউনলোড করে নিন। অামি Zarchiver দিয়েই ফাইল Extract করে দেখাচ্ছি।

প্রথমে Disable Friends Removal [75KB+] Zip ফাইলটা ডাউনলোড করে নিন। তারপরে Zarchiver অ্যাপটা অপেন করুন।
তারপরে নিচের দুটো স্কিন শর্টের মতো কাজ করে নিন। প্রথমে অাপনার ডাউনলোড করা Zip ফাইলটিতে ক্লিক করুন। তারপরে Extract Here অপশনে ক্লিক করুন


তারপরে অাপনারা Yendex ব্রাউজার অ্যাপটা অপেন করুন।তারপরে হোম পেজে Url বক্সে chrome://extensions লিখে Go দিন।

তারপরে নিচের স্কিন শর্টের মতো অনেক গুলো অপশন পাবেন।যদি অপশন গুলো না অাসে তাহলে সবার প্রথমে নিচের স্কিন শর্টের মতো Developer Mode নামে যে অপশনটা অাছে সেখানে মার্ক দিন।তারপরে নিচের অপশন গুলো চলে অাসবে। এখানে সবার প্রথমে যে অপশনটা অাছে ঐখানে ক্লিক করুন। মানে Load Unpacked Extensions অপশনে ক্লিক করুন।

তারপরে অাপনি যে ফাইলটা Extract করলেন ঐ ফাইলটা Extract করার পরে যে নতুন একটা ফাইল/ফোল্ডার তৈরী হয়ছে সেটা খুজে বের করুন & সেখানে ক্লিক করুন।নিচের স্কিন শর্টের মতো।


তারপরে নিচের স্কিন শর্টের মতো একটা নতুন Extension অাপলোড হবে।যদি অাপনি সঠিক ভাবে কাজটা করতে পারেন তবে নিচের স্কিন শর্টের মতো দেখতে পাবেন।

তারপরে অাপনারা অাপনার ফেসবুক অাইডিতে লগইন করুন। তারপরে ফ্রেন্ড লিষ্টে যান। তারপরে কর্নারে থাখা 3 Dot অপশনে ক্লিক করুন & Go To Full site অপশনে ক্লিক করুন। তারপরে অাবার কর্নারে ক্লিক করে Extensions অপশনে ক্লিক করুন। তারপরে যে নতুন Extension অাপলোড করলেন ঐখানে ক্লিক করুন। তারপরে একটা অপশন অাসবে সেখানে মার্ক অপশনে ক্লিক করে Unfriend অপশনে ক্লিক করবেন। তারপরে কিছুক্ষন অপেক্ষা করবেন। না বুঝলে নিচের স্কিন শর্ট গুলো দেখে কাজ করুন।




তারপরে নিচের স্কিন শর্টের মতো লেখা উঠলেই বুঝবেন যে সব ডিজেবল অাইডি অান ফ্রেন্ড হয়ে গেছে।

অাশা করি বুঝতে পারছেন। অাসলে কাজটা খুবই সহয। তাই সকলেরই বুঝার কথা। তারপরেও না বুঝলে ভিডিওটা দেখতে পারেন। অাপনাদের অার কি কি এক ক্লিকের টিপস চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন । পোষ্টে কোনো প্রকার ভুল-ত্রুটি করে থাখলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ…..