লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাস - Trick BD 24

Breaking

AD

লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাস

kernel1
গত পরবে আমরা লিনাক্স নিয়ে বেসিক কিছু ধারনা দিয়েছিলাম আজকে আমরা লিনাক্স এর ইতিহাস নিয়ে সংক্ষেপে আলোচনা করবো ।

লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাস


লিনাক্সের জনকের নাম লিনাস টরভাল্ডস। ১৯৯১ সালে লিনাস ছিলেন হেলসিংকি ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন আইবিএমের ইন্টেল ৩৮৬ প্রসেসরের একটা পার্সোনাল কম্পিউটার কিনেন। ঐ প্রসেসরটি ছিলো তৎকালীন অন্যান্য প্রসেসরের তুলনায় অত্যাধিক উন্নত। সেসময় আইবিএমের সাথে পাওয়া যেত এমএডস অপারেটিং সিস্টেম; এমএডস অপারেটিং সিস্টেমের ইন্টেল ৩৮৬ প্রসেসরকে পুরোপুরিভাবে ব্যবহার ক্ষমতা ছিলো না। সে ভার্সিটিতে ইউনিক্স ব্যবহার করে অভ্যস্ত ছিলো কিন্তু নিজের পিসিতে ইউনিক্স পাওয়ার চিন্তা ছিলো তার কাছে আকাশ-কুসুম। কারণ ইউনিক্সের দাম ছিলো ৫০০০ মার্কিন ডলার! :p

লিনাস তখন ডাচ প্রফেসর অ্যান্ড্রু এস. টানেনবমের মিনিক্স নিয়ে পড়লেন, মিনিক্সের ব্যাপারে সোজা কথায় বলা যায় মিনিক্স ছিলো ইউনিক্সের ছোটখাটো ক্লোন, তবে পুরোপুরি ক্লোন না। মিনিক্সের কোড ছিলো আংশিক উন্মুক্ত, টানেনবমের লেখা “Operating Systems : Design and Implementation” বইটা কিনলেই সাথে মিনিক্সের ১২০০০ লাইনের কোডটা পেত। লিনাস এটা কিনেন এবং গুতাগুতি করতে গিয়ে টের পান যে এটাও তার চাহিদা পূরণের উপযুক্ত না।

তারপর তিনি সিদ্ধান্ত নেন যে নিজেই একেবারে শুন্য থেকে মিনিক্স এবং ইউনিক্সের আদলে একটি অপারেটিং সিস্টেম বানাবেন। সাহায্য নেন রিচার্ড স্টলম্যানের GNU-র, যার চিন্তাধারা ছিলো উন্মুক্ত সফটওয়্যারের। প্রথমে তার এই সিদ্ধান্ত নিয়ে সবাই অনেক হাসাহাসি করেছিলো। তিনি নিজেও ভাবেন নি যে তার শখের বশে বানানো এই অপারেটিং সিস্টেম পৃথিবীতে বিশাল পরিবর্তন আনবে!

তার ইচ্ছা ছিলো তার অপারেটিং সিস্টেমের নাম হবে ‘ফ্রিক্স (FREAKS)’ যেটা কিনা ‘Free’, ‘Freak’ আর ‘Unix’ শব্দত্রয়ের মিলিত রূপ। কিন্তু তার বন্ধু, সহকর্মী ও হেলসিংকি ইউনিভার্সিটির এফটিপি সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটর অ্যারি লেম্কের নামটি পছন্দ হয় নি। তার উপদেশানুযায়ী তার ওএসের সোর্স কোড এফটিপিতে শেয়ার করতে যাতে করে পৃথিবীর সবাইর জন্য কোডটা উন্মুক্ত থাকে এবং যে কেউই যাতে এটাকে ব্যবহার করতে পারে। ‘Linus’s Unix’ থেকে অ্যারির মাথায় ‘Linux’ নামটা আসে এবং এই নামেই একটা ফোল্ডার সে শেয়ার করে, আর তা থেকেই লিনাক্স নামে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় লিনাসের এই ওএস।
এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত লিনাক্স এর ইতিহাস আশা করি পরবর্তী টিউটোরিয়াল এ ও আপনারা আমাদেরর সাথে থাকবেন । ধন্যবাদ